সম্মানিত নড়াইল বাসী-বাংলাদেশ টেলিভিশন নতুন আঙ্গিকে দেশব্যাপী শুরু করতে যাচ্ছে জাতীয় শিশু, কিশোর-কিশোরী প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫। প্রতিযোগিতার বিষয়ভিত্তিক বিভাগ সমূহ হলো- অভিনয় বিভাগ: অভিনয় বিভাগের আওতায় রয়েছে অভিনয়, আবৃতি, গল্প বলা বা কৌতুক,
নিত্য বিভাগ: নিত্য বিভাগের মধ্য রয়েছে সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য সংগীত বিভাগ: সংগীত বিভাগের মধ্যে রয়েছে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত, হামদ-নাত। ৬ থেকে ১১ বছরের নিম্নের শিশুরা ক গ্রুপ থেকে এবং ১১ থেকে ১৫ বছর বয়সের কিশোর-কিশোরীরা খ গ্রুপে অংশগ্রহণ করতে পারবে। আবেদনের সময় সীমা ১৫ আগস্ট ২০২৫ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীগণ বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট www.btv.gov.bd এ প্রবেশ করে নতুন কুঁড়ি ব্লকে গিয়ে google ফরম যথাযথভাবে পূরণ করে বিনামূল্যে অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন অথবা বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণপূর্বক নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে notunkuribtv@gmail.com ই-মেইলে কিংবা রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে নতুন কুঁড়ি, বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা-১২১৯ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে আবেদন করতে পারবে। আবেদনকারীরা google ফরম অথবা ম্যানুয়াল ফরমের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। একাধিক পদ্ধতিতে আবেদন বাতিল বলে গণ্য হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস